• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৬:১৯ পিএম
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড 

পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজে প্রথম টেস্ট জিতে এগিয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে অজিরা। কারণ, ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত বোলার জশ হ্যাজেলউড। গ্যাবায় প্রথম টেস্ট চলাকালে ইনজুরিতে পড়েছিলেন তিনি। 

গ্যাবায় প্রথম টেস্টের চতুর্থ দিনে পেশিতে টান পড়ে হ্যাজেলউডের। সেদিন মাত্র ৮ ওভার বল করতে পারেন তিনি। তখনই তার ফিটনেস নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে সে শঙ্কাই বাস্তব হলো। ফলে অ্যাশেজ সিরিজের প্রথম দিন রাতের টেস্টে নামা হচ্ছে না তারকা অজি বোলারের। 

ফক্স স্পোর্টসের এক রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় টেস্টে হ্যাজেলউডের বদলি হিসেবে রিচার্ডসনের নাম ঘোষণা করা হয়েছে। 

২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় রিচার্ডসনের। সেই সিরিজে দুইটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর আর টেস্ট দলে জায়গা হয়নি তার। 

Link copied!